About

 এটি একটি গেইম রিলেটেড ইউটিউব চ্যানেল। এবং চ্যানেলটির একটি অফিশিয়াল ওয়েবপেইজ হলো এটি। 

চ্যানেলের যাত্রা শুরুঃ 

কোন কিছুরই শুরুটা সহজ হয়ে থাকে না। যখন এই চ্যানেলটা শুরু করি তখন মূলত গেমিং এর প্রতি তেমন একটা আসক্ত বা সৎ ইচ্ছাও ছিল না। তবে আপনাদের ভালবাসায় এবং বেশ কিছু শুভাকাঙ্ক্ষীদের জন্য এই গেমিং টাকেই যেন নিজের আপন করে নিলাম। এর আগেও আমার আরো একটি চ্যানেল ছিল। যারা আমার পুরাতন শুভাকাঙ্ক্ষী আছেন তারা হয়তোবা জানেন সেটার বিষয়ে। সেই চ্যানেলটার পরপরই আমার শুরু হয় এই চ্যানেল দ্বারা নতুন যাত্রা। এই চ্যানেলটি খোলা হয় মূলত আমার এক বন্ধুর কম্পিউটার থেকে। বলতে পারেন সেখান থেকেই হাতে খড়ি। সেদিন যদি বন্ধু তেমন জোরাজুরি না করতো হয়তোবা আজকে আমি আপনাদের মাঝে থাকতাম না। যাইহোক অসংখ্য ধন্যবাদ আপনাদের এবং আমার সেই বন্ধুকে যার জন্য আমি আছি এখানে এবং আপনাদের ভালোবাসাই এগিয়ে যেতে পারছি। 


চ্যানেলের ক্যাটাগরিঃ Gaming Content

চ্যানেলে পাবেনঃ 

  • বিভিন্ন ধরনের সিমুলেশন বাস গেম। 
  •  বাস সিমুলেটর বাংলাদেশ। 
  • বাস সিমুলেটর ইন্দোনেশিয়ার সম্পর্কিত বিভিন্ন তথ্য। 
  • বাংলাদেশী বাস গেম। 
  • বাংলাদেশী বাস গেম সেটআপ। 
  • বাংলাদেশী বাসের মোড।
  • বাংলাদেশী বাসের বিভিন্ন স্কিন।
  • বাংলাদেশের বিভিন্ন ম্যাপ মোড।
  • বাংলাদেশী ট্রাফিক ওবিবি।
  • তাছাড়াও আরো অনেক কিছু। 

Post a Comment